ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
" আমায় একটি কলম দাও, একটি খাতা দাও আমায়, " শুনেন শুনেন ভাই বোনেরা শুনেন দিয়ে মন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার প্রয়োজন, " বর্তমান সরকার ও ভাই গড়ের দেশের উন্নয়ন, প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ গানে গরি বিবরণ, " মাগো আমায় শিশুকালে দিওনা গো বিয়ে, প্রভৃতি সচেতনতামূলক সঙ্গীত গেয়ে তথ্য অফিসের সঙ্গীত দল স্কুল পড়ুয়া শিক্ষার্থী সহ জনগণকে উদ্বুদ্ধ করছেন।
শিশু, কিশোর - কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের লোকসঙ্গীত দল বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৯ টায় ওয়াগ্গা ইউনিয়ন এর সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা, স্বাস্থ্য, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি বিশেষ উদ্যোগ, এইডস, বাল্য বিবাহ, স্মার্ট বাংলাদেশ সহ প্রভৃতি বিষয়ে উদ্বুদ্ধকরণ সঙ্গীত পরিবেশন করেন। এসময় কাপ্তাই তথ্য অফিসের লোক সঙ্গীত দলের প্রধান কন্ঠ শিল্পী বসুদেব মল্লিক এবং তাঁর সহ শিল্পী টুন্টুরাম দাশ, দিবস তুরি, নিপু মল্লিক কে সাথে নিয়ে ঢ়োল করতালে মাতিয়ে তোলেন শিক্ষার্থীদেরকে। সঙ্গীতানুষ্ঠান শেষে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা।
এদিকে সঙ্গীতানুষ্ঠান কর্মসূচীর অংশ হিসাবে একই দিন কাপ্তাই তথ্য অফিসের লোক সঙ্গীত দল ওয়াগ্গা ইউনিয়ন এর সাক্রাছড়ি ও নোয়াপাড়া খিয়াং মাঠ, কাপ্তাই ইউনিয়ন এর বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাপ্তাই জেটিঘাট এবং উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন পাড়ায় উদ্বুদ্ধকরণ সঙ্গীত পরিবেশন করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত