মাটিরাঙার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনে সকলকে সজাগ থাকার আহবান জানিয়ে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো. কামরুল হাসান, পিএসসি শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন সাধনকল্পে স্ব স্ব অবস্থান থেকে ভুমিকা রাখার আহবান জানান।
বুধবার (২৯ মে) বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা জোন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মো: কামরুল হাসান এসব কথা বলেন।
মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগের আরএমও ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান লস্কর, মাটিরাঙ্গা থানার সাব ইন্সপেক্টর সুমন চন্দ্র নাথ, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর মো. এমরান হোসেন, মো. আলা উদ্দিন লিটন, মো. মিজানুর রহমান খোকন ও মো. তফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলায় অংশ গ্রহনকারীদের চিহ্নিত করে প্রয়োজনে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনসহ বিভিন্ন আইন প্রয়োগকারী কর্তপক্ষের সহযোগীতা কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ।
মতবিনিময় সভায় বড়ঝলা-মোহাম্মদপুর যাতায়াতে সেতু নির্মান করায় সাধারন মানুষের জীবন স্বাভাবিক হয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মিজানুর রহমান খোকন।
সভার শুরুর দিকে আনুষ্ঠানিক ভাবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদেরর নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়াকে স্বাগত জানান জোন কমান্ডার লেপ্টেন্যান্ট কর্নেল কামরুল হাসান পিএসসি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত