• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
পাহাড়ের সকল হত্যাকান্ডের বিচারের দাবীতে চট্টগ্রামে মানববন্ধন শিক্ষার জন্য চাই আনন্দময় পরিবেশ বললেন শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মোসাম্মৎ কামরুন নাহার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে সংবর্ধনা ও ক্যাপিং সেরিমনি চট্টগ্রামের বিশেষজ্ঞ হোমিওপ্যাথ এর সাফল্যঃ আন্তর্জাতিক জার্নালে কেইস রিপোর্ট প্রকাশ খাগড়াছড়িতে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি কাজ মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসন বাঘাইছড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা গুরুতর অসুস্থ প্রবীণ সাংবাদিক বাবর লংগদুতে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামী,র, কর্মী সমাবেশ নবীনগরে ইউএনও শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদ সম্মেলন পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ মানিকছড়ি শাখার ত্রি-বার্ষিক সম্মেলন- সভাপতি দেওয়ানজী, সম্পাদক সঞ্জয় মা‌টিরাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি দূর্গম পাহাড়ে জুম চাষ জুমচাষিদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন 

ভোগান্তি ও চাপ কমেছে দৌলতদিয়া ঘাটে

আবুল হোসেন,রাজাবাড়ী প্রতিনিধি : / ৪৫৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১ আগস্ট, ২০২১

ভোগা‌ন্তি ক‌মে‌ছে দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে। ফে‌রি সংখ‌্যা বৃ‌দ্ধির পাশাপা‌শি গণপ‌রিবহণ চালু করার কার‌ণে ভোগা‌ন্তি ক‌মেছে দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে। দে‌শের বি‌ভিন্ন স্থান থে‌কে আসা যাত্রীরা ভোগা‌ন্তি ছাড়াই ফে‌রি‌তে পদ্মা পা‌ড়ি দি‌তে পার‌ছেন। ত‌বে ফে‌রিঘাট পর্যন্ত আস‌তে তা‌দের অ‌তি‌রিক্ত ভাড়া দি‌তে হ‌য়ে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেছেন ফে‌রিঘা‌টে আসা যাত্রীরা।

র‌বিবার (১ আগষ্ট) সকা‌ল ১০ টায় দৌলত‌দিয়া ফে‌রিঘাট এলাকা ঘুড়ে দেখা যায়, ফে‌রিঘাট থে‌কে ঢাকা খুলনা মহাসড়‌কের যাত্রীবাহী বা‌সের কোন সি‌রিয়াল নেই। ত‌বে শ‌নিবার রা‌তে বিপুল সংখ‌্যক ব‌্যক্তিগত গাড়ী ও পণ‌্যবাহী ট্রাক পার হবার কার‌ণে রাজবাড়ী কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কে পারাপা‌রের অ‌পেক্ষায় র‌য়ে‌ছে ১’শতা‌ধিক পণ্যবাহী যানবাহন।

কুষ্টিয়া থেকে ফে‌রিঘা‌টে আসা ঢাকাগামী যাত্রী মো. সুলতান উদ্দিন ব‌লেন, বি‌ধি নি‌ষেধ নি‌য়ে সরকা‌রের সিদ্ধান্তগু‌লো ভুল ছি‌লো। যে কার‌ণে প‌থে প‌থে যাত্রী‌দের ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে। র‌বিবার দুপুর ১২টা পর্যন্ত যে দুরপাল্লার বাস চলাচ‌লের কথা সেই সিদ্ধান্ত আরেক‌টি ভুল সিদ্ধান্ত। এক‌টি দুরপাল্লার বাস রাস্তায় নামা‌তে বেশ সময় লা‌গে। সেই কার‌ণে অ‌নেক প‌রিবহণ রাস্তায় না‌মে‌নি। যাত্রী‌দের ভরসা শুধুই ন‌সিমন, ক‌রিমন, ট্রাক, মা‌হেন্দ্র, ব‌্যাটা‌রিচা‌লিত ই‌জিবাইক। ত‌বে এখা‌নে স্বাস্থ‌্যবি‌ধি মানা সম্ভব নয়।

ফরিদপুর থে‌কে আসা গাজীপুরগামী যাত্রী মো. শাহ আলম ব‌লেন, ক‌রোনাকা‌লে ফে‌রিঘাট এলাকায় ভোগা‌ন্তি বে‌ড়ে‌ছে। গণপ‌রিবহন বন্ধ থাকার কার‌ণে একমাত্র মোটরবাইক ছি‌লো তুলনামূলক সস্তা যানবাহন। ফরিদপুর থে‌কে গোয়ালন্দ মোড় যাওয়ার ক্ষে‌ত্রে অ‌নেক জায়গায় প্রশাস‌নের লোকজন গাড়ী আটকায়। বি‌ভিন্ন প্রশ্ন জি‌জ্ঞেস ক‌রে। মোটরসাই‌কেল চাল‌কেরা গাড়ী এখন আর ফে‌রিঘা‌টে যে‌তে চায়না।

ফে‌রিঘা‌টে আসা সরকার প‌রিবহ‌নের চালক ব‌লেন, এক‌দি‌নের সিদ্ধান্তে মহাসড়‌কে বাস নামা‌নো ক‌ঠির ব‌্যাপার। অ‌নেক মা‌লিক দ্রুত সিধা‌ন্তে মহাসড়‌কে বাস চালাবে না।

বাংলা‌দেশ অভ‌্যন্তরীণ নৌ প‌রিবহন কর্তৃপক্ষ (‌বিআইড‌ব্লিউ‌টি‌সির) দৌলত‌দিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো.জামাল হো‌সেন ব‌লেন, দৌলত‌দিয়া পাটু‌রিয়া নৌরু‌টে বর্তমা‌নে ছোট বড় ১৬‌টি ফেরি চলাচল কর‌ছে। সকাল থেকেই যাত্রীর চাপ ক‌মে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ