'পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়' এই শ্লোগানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করা সর্ববৃহৎ সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) খাগড়াছড়ি পার্বত্য জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
সম্প্রতি নিরাপদ সড়ক চাই-নিসচা'র কেন্দ্রীয় কমিটির সভাপতি খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব এস এম আজাদ হোসেন এ কমিটি অনুমোদন দেন।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সংগঠক প্রদীপ চৌধুরীকে সভাপতি এবং দীঘিনালা সরকারি কলেজের প্রভাষক ও খাগড়াছড়ি জেলা রোভার স্কাউটস'র সাধারন সম্পাদক মো. দুলাল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিরাপদ সড়ক চাই-নিসচা'র খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি প্রদীপ চৌধুরী কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সামাজিক সংগঠক, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, পরিবেশকর্মী, ক্রীড়াবিদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিরাপদ সডক চাই খাগড়াছড়ি জেলা কমিটি জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, যানবাহন মালিক, পরিবহন শ্রমিক, যাত্রী এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মাঝে দূর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়কের সচেতনতা তৈরীতে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে কাজ করবে বলেও জানান নিসচা'র সাধারন সম্পাদক মো. দুলাল হোসেন।
নিরাপদ সড়ক চাই-নিসচা'র খাগড়াছড়ি জেলা
কার্যকরী কমিটির পাশাপাশি ৯ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও অনুমোদন দেয়া হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত