ঝুলন দত্ত, কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি:
কাপ্তাই হ্রদে মৎস্য আহরন বন্ধকালীন সময়ে হ্রদের উপর নির্ভরশীল কাপ্তাই উপজেলার ৬ শত ৭৫ জন তালিকাভুক্ত মৎস্যজীবীদের মাঝে বিশেষ ভিজিএফ (চাল) খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ মে) সকাল ১০ টায় উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে এইসময় প্রত্যেক জেলেকে মে মাসের ২০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী লিমন চন্দ্র বর্মন এবং ইউপি সদস্যগণ উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
প্রসঙ্গত: কাপ্তাই হ্রদে মাছের প্রজনন কার্যক্রম বৃদ্ধির জন্য প্রতি বৎসরের ন্যায় গত ১ মে ২০২৪ তারিখ থেকে আগামী ৩ মাসের জন্য কাপ্তাই হ্রদে মৎস আহরন ও বিপণন কার্যক্রম বন্ধ রয়েছে। সরকার কর্তৃক তালিকাভুক্ত কর্মহীন মৎসজীবিদের জন্য বিশেষ ভিজিএফ (চাল) খাদ্য সহায়তা হিসেবে এবছরের জন্য মে-২০২৪ মাসের জন্য উক্ত চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত