আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
জাতীয় বিজ্ঞাান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে 'বৃক্ষ রোপন, পরিবেশ সুরক্ষা ও বিজ্ঞান সম্মত জীবনযাপনের ওপর' বিজ্ঞান বক্তৃতা ও ছাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে শনিবার সকালে উপজেলার মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ চেংগুছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পৃথক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বৃক্ষ রোপন, পরিবেশ সুরক্ষা ও বিজ্ঞান সম্মত জীবনযাপনের ওপর বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ২০০জন শিক্ষার্থীর হাতে একটি করে রঙিন ' ছাতা' উপহার দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া।
অতিথি ছিলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর আবদুল আজিজ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি-
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত