ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার , মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমী খিয়াং সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছায় বিনিময় করেন ,পরিবেশ,বন,জল বায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এম পির সাথে।
শুক্রবার সকালে রাঙামাটি চম্পকনগর এমপির বাসভবনে গিয়ে তারাঁ এই সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া একই দিন কাউখালি উপজেলার বেতবুনিয়াতে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর বাস ভবনে গিয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অংনুচিং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমাসহ দলের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে দীপংকর তালুকদার এমপি নব নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন সকলে মিলে চলমান সরকারের উন্নয়নকে জনগণের দোয়ারে দোয়ারে পৌঁছে দিতে হবে। হিংসা বিভেদ ভূলে পরস্পরের প্রতি সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে। তবেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন আমরা বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। তারই ধারাবাহিকতায় জননেতা দীপংকর তালুকদার এমপির দিক নির্দেশনা রাঙ্গামাটি জেলার প্রতিটা উপজেলার ন্যায় আগামী পাঁচ বছরের মধ্যে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে আনাচে কানাচে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে ছোঁয়া পৌঁছে যাবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত