ভোট বর্জনের লিফলেট বিতরণকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পরে টমটম পোড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের। গ্রেফতারকৃত অপর নেতাকর্মীরা হলেন, খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর।
বিএনপির দাবী, উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের জনমত তৈরীর লক্ষে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বিএনপির নেতা এম এন আবছারের নেতৃত্বে আদালত সড়কে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিলো।
এ সময় খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসানের নেতৃত্বে তিন বিএনপি নেতাকে আটক করা হয়। নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান বলেন, খাগড়াছড়ি শহরে টমটম পোড়ানোর মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত