স্টাফ রিপোর্টার
খাগড়াছড়ি:- ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল এবং পার্বত্য চট্টগ্রামে কেএনএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বুধবার (১৫ মে) সকালে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান।
এ সময় সংগঠনের মহাসচিব আলমগীর কবির, লোকমান হোসেন, এসএম মাসুম রানা ও পৌরসভার প্যানেল মেয়র শাহ আলম সেখানে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ২০১৮ সালে আদালতে মৃত আইন হিসেবে ঘোষিত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল এবং সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর সঙ্গে কোনো ধরনের সংলাপ চলবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত