ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির ২০২৩-২৪ অর্থবছরের আউশ ধানের উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।
কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আউশ ধানের উচ্চফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক ৫ কেজি ধানবীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পাচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ জানান, “কাপ্তাইয়ের পাহাড়ি জনপদে জুমে আউশ করলেও রোপা আউশের চাষাবাদ কম ছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নানামুখী পরিকল্পনায় পাহাড়ের ভ্যালিতে রোপা আউশ ধানের চাষাবাদ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছে। পাশাপাশি আউশ মৌসুমের উচ্চফলনশীল জাত সম্প্রসারণের মাধ্যমে ধানের ফলন অনেক বেড়ে গেছে।”
প্রণোদনা বিতরণের এই অনুষ্ঠানে উপকারভোগী কৃষকসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।