ঝুলন দত্ত , কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:- স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে এই প্রতিপাদ্য নিয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে কাপ্তাইয়ে "জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪" এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পুষ্টি কমিটির সভাপতি মোঃ মহিউদ্দীন পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাংক বিকাশ চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ। এসময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক, নার্স নহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষে কাপ্তাই উপজেলায় সপ্তাহব্যাপী স্বাস্থ্য প্রতিষ্ঠানে সচেতনতামুলক স্বাস্থ্যবার্তা প্রদান, এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ, মা সমাবেশ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত