আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হলেও সকালে ভোট কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের ভীড় দেখা গেলেও দুপুরের পর কেন্দ্র অনেকটা ফাঁকা। বিকেল ২টা নাগাদ কাস্টিং হয়েছে ৪৫.৪৬ শতাংশ। এদিকে জাল ভোট প্রদানে সহায়তা ও জাল ভোট দেওয়ার অপরাধ ৩ জনকে১৫ হাজার টাকা জরিমানা ও নগদ ১৫ হাজার অর্থ জব্দ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
উপজেলার ২১ কেন্দ্রের ১৪১ বুথে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়। সকালের দিকে নারী ভোটারের উপস্থিতি বেশি হলেও বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারও বাড়তে থাকে। তবে দুপুরের পর প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে যায়।
এদিকে জাল ভোট প্রদান ও জাল ভোটে সহায়তার অভিযোগে ৩জনকে ৫ হাজার টাকা করে ১৫হাজার টাকা জরিমানা ও নগদ ১৫ হাজার টাকা জব্দ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা। অভিযুক্তরা হলেন, উপজেলার গভামারা এলাকার মো. সম্রাট (১৮), মো. ইউসুফ আলী(৩৩) ও তিনটহরী মাস্টার পাড়ার মো. রানা (২২)। এদিকে দুপুর ২টা নাগাদ ভোট কাস্টিং হয়েছে ৪৫.৪৬ শতাংশ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত