ঝুলন দত্ত , কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে কালবৈশাখী ঝড়ো হাওয়ায় বসতঘরসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো: মহিউদ্দিন।
বুধবার( ৮ মে) বিকাল সাড়ে ৪টায় তিনি কালবৈশাখী তান্ডবে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার সরজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন শুকনা খাবার বিতরণ করেন।
এসময় ইউএনও বলেন , কালবৈশাখী তান্ডবে কাপ্তাই উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গাছপড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএফআইডিসি শিল্পএলাকার ৩টি বসতঘর। উক্ত এলাকায় বিশাল একটি গাছ ওপড়ে পড়ে ৩টি বসতবাড়ি ব্যাপক ক্ষতি সাধিত হয়। রাঙামাটি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা তৈরি করে পাঠানো হবে।
পরিদর্শনকালে এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রুহুল আমিন,এলপিসি শাখা ইউনিট উৎপাদন কর্মকর্তা আব্দুল হান্নান,ইউপি সদস্য মজিবুর রহমান,মইনউদ্দিন,কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন,কাপ্তাই স্কুল কমিটির সদস্য আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত