আলী আজীম, মোংলা (বাগেরহাট):
'শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ'
প্রতিপাদ্য নিয়ে মোংলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসের আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
বুধবার (১লা মে) সকাল ৯টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ থেকে র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এর আগে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন খন্ড খন্ড মিছিল নিয়ে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে হাজির হন শ্রমিকরা।
র্যালী শেষে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ অডিটোরিয়ামে মোংলা শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: চাঁদ মোহাম্মদ শেখ' সভাপতিত্বে আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের মোংলা আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ ওমর ফারুক সেন্টু।
বক্তারা বলেন, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন আগস্ট, স্পাইজ, এঞ্জেলস, ফিসার। মালিক এবং সরকার ভেবেছিল, নির্যাতন করে, ফাঁসী দিয়ে শ্রমিক নেতাদেরকে হত্যা করে শ্রমিক আন্দোলন দমন করা যাবে। কিন্তু ন্যায্য দাবিতে গড়ে উঠা এই আন্দোলনকে হত্যা ও নির্যাতনের মাধ্যমে দমন করা যায় নাই। বরং এই আন্দোলন ছড়িয়ে পড়ে পৃথিবীর দেশে দেশে।
শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানি-নির্যাতনের শিকার হচ্ছে, হচ্ছে অধিকারবঞ্চিত। বক্তারা মে দিবসের চেতনায় শোষণমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান।
বক্তার আরো বলেন, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগপোযোগী ও আধুনিকায়ন করে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮ প্রণয়ন করেছে সরকার। দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত