আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা বাজারে তেল ও গ্যাসের দোকানের আগুন পুড়ে গেছে ৫টি দোকান। এতে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে উপজেলার গাড়ীটানা বাজারে মো. জসিম উদ্দীনের তেল ও গ্যাসের দোকান থেকে গতরাত ৯ টায় আগুনের সুত্রপাত ঘটে। এতে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়লে ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীছড়ি ও ফটিকছড়ি উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুড়ে যাওয়া ৫টি দোকানের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী মো. আবদুল মতিন।
ক্ষতিগ্রস্ত মো. জসিম উদ্দীন বলেন, ঠিক কিভাবে দোকানে আগুন ধরল তা বুঝে উঠতে পারিনি। নগদ ৩ লাখ টাকা, ১০ ড্রাম তেল ও বেশ কয়কটি গ্যাসসিলেন্ডার পুড়ে যাওয়ায় ১৫ টাকার ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়ে আমি এখন নিঃস্ব! এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ টা ফায়ার সার্ভিসের কর্মীরা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন আগুনের সতত্যা নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত