হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, তিনি শিক্ষা ও সামাজিক সুরক্ষা ব্যাপক ভূমিকা পালন করে, এ নিয়ে তিনি টানা দ্বিতীয় বারের সভাপতি হলেন।
রবিবার (২৮ শে এপ্রিল) দুপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে আলহাজ্ব আমির হোসেন কোম্পানি নাম প্রস্তাব করলে ম্যানেজিং কমিটির সকল অভিভাবক সদস্য, দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধিরা তাকে সমর্থন জানালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন।
আলহাজ্ব আমির হোসেন কোম্পানি জানান, লেখাপড়ার মান ও অবকাঠামোগত উন্নয়ন, মাদ্রাসার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করাসহ মাদ্রাসার শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিধানে আমরা কার্যকর ভূমিকা রাখতে চাই।
তিনি আরও জানান, গুণগত শিক্ষার প্রসারের মাধ্যমে ভাল ফলাফল অর্জন করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আর যারা আমাকে সমর্থন দিয়ে এই পবিত্র দায়িত্ব পালনের সুযোগ দিলেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি প্রত্যেকের সহায়তা কামনা করছি।
মাদ্রাসার সুপারসহ সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সদস্য ও দাতা সদস্যসহ নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত