ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই এ অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর আয়োজনে সিভিল উড ডিপার্টমেন্টের শ্রেণীকক্ষে রবিবার( ২৮ এপ্রিল) সকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মুঃ সাইফুল ইসলাম।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম। এসময় প্রতিষ্ঠানের কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেন ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ওমর ফারুক বক্তব্য রাখেন। এর আগে প্রতিষ্ঠান চত্বর হতে একটি র্যালী বের হয়ে লগগেইট প্রদক্ষিণ করে আবারও বিএসপিআই এ এসে শেষ হয়।
র্যালী এবং অভিভাবক সমাবেশে শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা অংশ নেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত