আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবনে স্বস্তিতে রহমতের বৃষ্টি চেয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার আয়োজনে সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মহি উদ্দীন বিন সুরুজের পরিচালনায় অনুষ্ঠিত ইস্তিসকার নামাজ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাওলানা মো. আনোয়ার হোসাইন, মাওলানা মো. আহমদুল হকসহ কওমি মাদরাসা বিভিন্ন আলেম ও ওলামা পরিষদের নেতৃবৃন্দ। পরে খাগড়াছড়ি জেলা ওলামা পরিষদের সভাপতি ও গুইমারা বাজার মসজিদের খতীব মাওলানা মো. ওসমান গনি'র ইমামতিতে ইস্তেসকার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে মুসল্লীরা প্রখর রোদ উপেক্ষা করে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে নামাজ, খুৎবা ও মোনাজাত শামিল হয়। আল্লাহ'র কাছে মানবের পাপের প্রায়শ্চিত্তের ক্ষমা চেয়ে অশ্রুবর্ষণ করেন উপস্থিত মাদরাসা শিক্ষার্থী, আলেম, ওলামা ও মুসল্লীরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত