মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদুতে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে (সাবেক রাবেতা হাসপাতালে) নিয়মিত ডেন্টাল বিভাগ চালু করা হয়েছে।
সপ্তাহের প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রোগী দেখবেন
ডাক্তার মোঃ আজিজুল ইসলাম,বিডিএস (সিউইউ),এস্পেসালিল ট্রেন্ডইন রুট ক্যানেল ট্রিটমেন্ট,
ওরাল ওন্ড ডেন্টাল সার্জন। যেসব রোগের চিকিৎসা করা যাবে- ১.ডেন্টাল সিস্ট ও অ্যাবসেস ( মুখের যেকোন ফোঁড়া) ২.মুখ ও জিহবার আসার ৩.মুখের চোয়াল হাঁড় ভাঙ্গার চিকিৎসা ৪.আলট্রাসনিক স্কেলিং ও পলিশিং ৫. রুট ক্যানাল ট্রিটমেন্ট ৬. কালার ম্যাচিং লাইট কউর ফিলিং( আল্ট্রা ভায়োলেট রশ্মির সাহায্যে অত্যাধুনিক ফিলিং।এপিসেকটমি ( মাড়ি কেটে দাতের গোড়ার ইনফেকশন দূর করা) ৮.ডেন্টাল ক্যাপ ৯.ব্রীজ ১০.মূখের দূরগন্ধের চিকিৎসা ১১. মূখের সব ধরনের শল্য চিকিৎসা ১২. বাচ্চাদের দাঁত ও মাড়ির চিকিৎসা।
এব্যপারে হাসপাতালের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম বলেন আমরা এলাকা মানুষের চিকিৎসা সেবার কথা চিন্তা অন্যান্য চিকিৎসার পাশাপাশি ডেন্টাল ডেন্টাল বিভাগও চালু করেছি যাহাতে মানুষ এখান থেকে সহজে কম খরচে চিকিৎসা সেবা পায়। এখন প্রতি সপ্তাহে তিনদিন হলেও ভবিষ্যতে সপ্তাহে সাতদিনই করার পরিকল্পনা আছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত