রিপন ওঝা, মহালছড়ি
খাগড়াছড়ির মহালছড়ি বাজারের উত্তর পূর্ব পাশে হাটবার মঙ্গলবারে উপজাতিদের মাছ শূকরের মাংস বিক্রি ও ময়লা আবর্জনা ডাম্পিং এর মহালছড়ি বাজারের নির্ধারিত জায়গা মহালছড়ি বাজারের স্থানীয় ভূমি দস্যু অনুপ মহাজন(আবুল কাসেম) কর্তৃক রাতের আধারে দোকানঘর নির্মাণ করে অবৈধ দখলের প্রতিবাদে ২৩এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ১০.৩০ঘটিকায় মহালছড়ি বাজার ব্যবসায়ি ও বাজার এলাকার স্থানীয় জনসাধারণের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
উক্ত মানববন্ধনে শূকর ব্যবসায়ি ও মাংস বিক্রেতা চিকু চাকমা, আলোময় চাকমা, শূকর বিক্রেতা রনজিৎ ত্রিপুরা, মূরগির মাংস বিক্রেতা আলুঅং মারমা, মাইসছড়ি হতে আসা মমং রাখাইন, সাগরের মাছ ব্যবসায়ি আমির হোসেন, জনসাধারণের পক্ষে রেজাউল হক মাসুদ এবং মহালছড়ি বাজার ব্যবসায়ির পক্ষে সুনীল দাশ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
প্রত্যেক বক্তাই বক্তব্য বলেন, আমরা আগে থেকেই এই জায়গাতে মুরগির মাংস, শূকরের মাংস, সাগরের মাছ, জীবিত শূকর বসে বিক্রি করতাম কিন্তু উক্ত জায়গায় অবৈধভাবে অনুপ মহাজন ওরফে আবুল কাসেম নামে একজন রাতের আধারে দোকানঘর তুলেছে ফলে প্রতি মঙ্গলবার আগের মতো বসে বিক্রি করতে অসুবিধা হচ্ছে। বাজার ফান্ডের টোল ঠিকই আমাদের থেকে যথানিয়মে নিয়ে যাচ্ছে, আমরা সব ব্যবসায়িরা শুনেছিলাম এই স্থানে মুরগির ও শূকরের মাংস বিক্রির সেড নির্মাণ করা হবে৷ অবৈধ দখলের কারণে আমরা সরকার কর্তৃক প্রাপ্ত ভবনের সুযোগ সুবিধা হতে কেন বঞ্চিত, আমরা সব ব্যবসায়ি ও পথচারীগণ দ্রুত আশু সমাধান আশা করছি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত