মিন্টু কান্তি নাথ রাজস্থলী (রাঙ্গামাটি)
রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জমা করেছেন বলে জানান রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস।
রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ৬ষ্ট ধাপে রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন ছিল রবিবার ( ২১ এপ্রিল) বিকেল ৪ টা পর্যন্ত। রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনলাইনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র বাছাইয়ের সময় আগামী ২৩ এপ্রিল মঙ্গলবার এবং ভোটগ্রহন ২১ মে।
এদিকে রবিবার ৪ টায় রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত তালিকায় দেখা যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অনলাইনে যাঁরা যাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমার ছেলের বিশিষ্ট ব্যবসায়ী উয়েমং মারমা, রুপান্তর বাংলা পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন রানা।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একটি মাত্র মনোনয়ন পত্র দাখি়ল করেছেন রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন গৌতমী খিয়াং ও রাজু আক্তার। এদিকে উপজেলা পরিষদের তিনটি পদের মধ্যে দুইটি পদে একাধিক প্রার্থী থাকলেও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী সাংবাদিক হারাধন কর্মকার।