ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:- কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে ৪টি কৃষক পরিবারের মাঝে ২২শত ৫০টি করে মোট ৯ হাজার আনারস চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২১ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে আনারসের চারা তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।
উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদের সভাপতিত্বে এসময় উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপকারভোগী কৃষক এবং উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ বলেন, "আনারস প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের এমডি-২ সুপার সুইট জাতের বিদেশ থেকে আমদানিকৃত যে আনারস চারা দেওয়া হচ্ছে সেটি অত্যন্ত উন্নতমানের জাত। অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ, রোগ প্রতিরোধক উপাদানে ভরপুর আনারসের এই জাত অত্যন্ত সুমিষ্ট এবং আকারে অনেক বড় হওয়ায় এটির সম্ভাবনা খুবই উজ্জ্বল। পাহাড়ি জনপদের অনাবাদি জায়গায় এই আনারস চাষে কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণে এটি সহায়ক ভূমিকা রাখবে।"
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত