রিপন ওঝা,মহালছড়ি
খাগড়াছড়ি জেলার মহালছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চোংড়াছড়ি গুচ্ছগ্রাম হতে মোঃ মোস্তফা(১৬) পিতাঃ স্কেন্দার ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন।
রোগী হতে জানা যায় যে, পানছড়ি বর্ডারের সড়কের শ্রমিক হিসেবে কাজে যুক্তি ছিলো। পানছড়ি বর্ডারেই একটু জ্বর জ্বর অনুভব করে, ফলে বাসায় ফিরে আসে।
কর্তব্যরত চিকিৎসক জানা ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী গত ১৭এপ্রিল রোজ বুধবার মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। স্বাস্থ্য পরীক্ষা করে ম্যালেরিয়া পজেটিভ ধরা পড়ে। আজ পর্যন্ত সে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু পার্বত্য তিন জেলায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বাড়ছে। তাই ম্যালেরিয়া নির্মূলে সচেতনতা কর্মসূচি ও রোগী ব্যবস্থাপনা আরও দক্ষ করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ম্যালেরিয়া স্ত্রী-অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে সংক্রামিত হয়। ম্যালেরিয়ার পরজীবী লোহিত রক্তকণিকার মধ্যে বংশবৃদ্ধি করে, ফলে রোগীর শরীরে রক্তসল্পতার লক্ষণ দেখা যায়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত