খাগড়াছড়ি জেলার রামগড়ে কঠোরতম বিধিনিষেধের ৬ষ্ঠ দিনেও মাঠে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট)মু.মাহমুদ উল্লাহ মারুফ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)উম্মে হাবিবা মজুমদার।বুধবার (২৮ জুলাই ) সরকারী নির্দেশনা বাস্তবায়নে মাঠে তৎপর ছিলেন তারা।
সরেজমিনে দেখা গেছে সকাল ১১- ১টা পর্যন্ত কঠোরতম বিধিনিষেধ কার্যকরে (ইউএনও) মু.মাহমুদ উল্লাহ মারুফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় খাগড়াছড়ির রামগড় বাজার সহ -আশে পাশের এলাকায় অভিযান পরিচালনা করে ১৪জনকে ৬হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মু.মাহমুদ উল্লাহ মারুফ এর নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার ও রামগড় থানার উপপরিদর্শক (এসআই)পুলিশ এবং আনসার ভিডিপি"র সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ অভিযানে বিজিবির একটি দলও সহায়তা করেন।
অভিযান পরিচালনাকালে জনসাধারণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয় এবং বিধিনিষেধ এর আওতাধীন দোকান পাট সমুহ বন্ধ রাখার জন্য বলা হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মু.মাহমুদ উল্লাহ মারুফ , গণমাধ্যমকর্মীদের জানান, সরকার ঘোষিত কঠোরতম বিধিনিষেধ কার্যকরে উপজেলা ও পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত