মিন্টু কান্তি নাথ রাজস্থলী(রাঙ্গামাটি)
আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। এম এ জি ওসমানীকে সরকারের প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়।ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার(১৭ এপ্রিল)সকাল সাড়ে ১০ টায় "ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা"শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের কার্যলয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যলয় হতে সিনিয়র সহকারি কমিশনার কাজি আতিকুর রহমান,
এসময় বক্তব্য রাখেন রাজস্থলী সরকারি কলেজের প্রভাষক জয়শ্রী পাল,সাংবাদিক আজগর আলী খান, কৃষি অফিসার মাহবুব এলাহী রানা ,সহকারি শিক্ষা অফিসার আবদুল করিম,চাঁদআলী প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।সভায় বক্তাগণ বলেন,স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকান্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত