মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা, যশোর, প্রতিনিধি
৫ দিনের ছুটি শেষে কর্মব্যস্ততা ফিরেছে বেনাপোল স্থলবন্দরে
ঈদ ও পহেলা বৈশাখের টানা ৫ দিনের সরকারি ছুটি শেষে আবারও ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।
এর আগে গত ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ৫ দিন এ পথে বন্ধ ছিল আমদানি-রপ্তানি বাণিজ্য। ৫ দিন পণ্য খালাস বন্ধ থাকায় এতে সরকারের প্রায় দেড়শো কোটি টাকা রাজস্ব আয় পিছিয়েছে। বন্দরেও ছিল পণ্য জট। তবে এখন পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করেছে পণ্য জট।
এ দিকে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারো কর্মব্যস্ততা ফিরেছে। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী ও বন্দর শ্রমিকরা।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, সরকারি ছুটি শেষে আবারও এ পথে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করতে পারেন সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৪০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি, ২০০ ট্রাক পণ্য রপ্তানি হয়। আর বন্দর থেকে ৬০০ ট্রাক পণ্য খালাস হয়। আমদানি পণ্য থেকে দিনে সরকারের রাজস্ব আসে প্রায় ৩০ কোটি টাকা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত