মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা, যশোর, প্রতিনিধি
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আমের রাজধানী খ্যাত বেলতলা আম বাজারে (গুটি) আম বেচাকেনা শুরু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) বাজার ঘুরে দেখা গেছে প্রতি মণ আম ৪ হাজার থেকে ৩০০০হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের টক ডাউন ও আচার খাওয়ার কাজে ব্যবহার হচ্ছে এই আম। যশোর জেলার সীমানার শেষ স্থান ও সাতক্ষীরা জেলার প্রবেশদ্বার বেলতলা নামক স্থানে এই আম বাজারটি অবস্থিত।
যশোর শার্শার বেলতলা আম বাজারে আম বিক্রি করতে আসা আম চাষি মোঃ ফারুক হোসেন জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এই অঞ্চলে আমের মুকুল এবং ফলন আগাম হয়েছে। যার কারণে আম দ্রুত বড় হয়েছে। এছাড়াও বর্তমান বাজারে (গুটি) আমের চাহিদা বেশি ও কাঙ্খিত দামে বিক্রি করতে পেরে তিনি অনেক খুশি।
মেসার্স মিম ট্রেডার্স এন্ড ফল ভান্ডার এর প্রোপাইটর মোঃ ইমরান হোসেন জানান, এবছর আমের দাম ভালো এবং মুকামে চাহিদাও বেশি আছে, আশা করছি এ বছর আমাদের আড়ৎদারি ব্যবসা ভালো হবে।
বেলতলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন জানান, বাজারে বেশ কিছু আড়তে (গুটি) আম বেচাকেনা শুরু হয়েছে। ঈদের পর থেকেই বেচাকেনা আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এখানে আম বিক্রয় করতে আসা চাষি ও বিভিন্ন মুকাম থেকে আম কিনতে আসা ব্যাপারীদের সব ধরনের সুযোগ সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা আছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত