বান্দরবানের লামা উপজেলায় আসামি ধরতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার দুপুর ১২টায় সাবেক বিলছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তবে স্থানীয় কাউন্সিলর বলছেন, মাদকসেবী ধরতে গিয়ে ওই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জেনেছেন। অন্যদিকে স্থানীয়রা বলছেন, মেলায় জুয়ারির সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই পুলিশ সদস্য মারধরের শিকার হয়েছেন।
আহত পুলিশ সদস্যের নাম—মুজিবুর রহমান (৪৬)। তিনি লামা থানার কনস্টেবল হিসেবে কর্মরত। লামা থানা-পুলিশ বলছে, ওয়ারেন্টভুক্ত আসামি দেলোয়ার হোসেন সাবেক বিলছড়ি এলাকার বৌদ্ধবিহারের পাশের পাহাড়ে অবস্থান করছে বলে গোপন তথ্য পায় পুলিশ। পরে থানা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাদ্দাম হোসেন ও আহত পুলিশ সদস্য মুজিবুর রহমান তাঁকে গ্রেপ্তার করতে পাহাড়ে যান। এ সময় তাঁরা ছুরি দিয়ে পুলিশ সদস্য মুজিবুর রহমানের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে তাঁর মুখমণ্ডল গুরুতর জখম হয়। হামলার ঘটনাকে কেন্দ্র করে লামা পৌর কাউন্সিলর মো. মমতাজ জানান, মেলা পরিচালনা কমিটি তাঁকে জানিয়েছে বৌদ্ধবিহারের পাশের পাহাড়ে ইয়াবা সেবন করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ইয়াবা সেবনকারীদের আটকের উদ্দেশে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। তবে স্থানীয়রা বলছে, মেলা উপলক্ষে পাহাড়ের ভেতরে জুয়ার আসর বসানো হয়েছে। সেখানে জুয়াড়িদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটির একপর্যায়ে জুয়াড়িরা পুলিশের ওপর হামলা চালায়।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত