মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ ১৪৩১ বরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণের আয়োজন করা হয়।
রবিবার ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা নববর্ষ উপলক্ষে সকাল ১০টার রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে হতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভযাত্রা, রামগড়ের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় উপজেলা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে রামগড় শিল্পকলার নৃত্য শিক্ষক সুইনুপ্রু মার্মার পরিচালনা ও সাধারণ সম্পাদক মোঃ উসমান চৌধুরীর সঞ্চালনায় শিল্পকলার শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ, রামগড় নির্বাচন অফিসার জমির উদ্দীন, রামগড় ফায়ার স্টেশন অফিসার তমিজ উদ্দীন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের অফিসার,ব্যাংক-বীমা,এনজিও অফিসার,সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা আ.লীগসহ, সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।