রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের পন্টুনের পাশে পদ্মা নদী থেকে এবার সৌখিন মৎস শিকারীর বড়শিতে ১কেজি ওজনের দেড় ফিট লম্বা আকৃতির বিরল প্রজাতির একটি বাওস (বাঙ্গোশ) মাছ ধরা পড়েছে।
বুধবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের পন্টুনের পাশে ফাঁকা জায়গায় বড়শি ফেলে মাছটি ধরেন স্থানীয় সৌখিন মৎস শিকারী আইনউদ্দীন। এসময় বিরল প্রজাতির এ মাছটি দেখতে স্থানীয়রা ভিড় জমায়।
এই মাছ সম্পর্কে আইনউদ্দীন বলেন, সখের বসে মাছ ধরি, বড়শিতে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের মাছ ধরা পড়লেও বাঙ্গোশ মাছ আজই প্রথম। মাছটি অনেক সুস্বাদু তাই পরিবারের সবাইকে নিয়ে মাছটি আমরা রান্না করে খাব।
গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, আঞ্চলিক ভাষায় এটিকে বাঙ্গোশ বললেও মূলত এই মাছের নাম বাওস। এটি সামুদ্রিক মাছ। সমুদ্র তীরবর্তী অঞ্চলে এসব মাছ মাঝেমধ্যে ধরা পড়ে। বাওস মাছ প্রায় ২০কেজি পর্যন্ত ওজনের হয় এবং অনেক সুস্বাদু ও দামী হয় বলেও জানান তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত