এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউনিয়ন কিশোর-কিশোরী ফোরামের আয়োজনে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার সহযোগিতায় ‘ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দ্যা লাইফলং সাকসেস অফ অরফান চিলড্রেন ইন বাংলাদেশ(সফল)’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায় বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ‘সফল’ প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন কিশোর-কিশোরী ফোরামের আয়োজনে কিশোর-কিশোরী শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় ইভেন্ট ছিল, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নবম ও দশম শ্রেণি শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা। রচনার বিষয়, শিশু বিবাহ একটি সামাজিক ব্যাধি, বালকদের কাবাডি খেলা, বালিকাদের মিউজিক্যাল চেয়ার, বালকদের ১০০ মিটার দৌড় ও বালিকাদের ভারসাম্য দৌড়, বালকদের কাবাডি খেলা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন, মো. হোসেন, সাংবাদিক মহাসিন মিয়া সহ তৃণমূল উন্নয়ন সংস্থার সমন্বয়ক প্রীতি চাকমা, কমিউনিটি ফ্যাসিলিটেটর পপেন ত্রিপুরা, ভূবনময় চাকমা প্রমূখ।