সমাজের দুস্থ ও অসহায় ব্যক্তিদের অবহেলা না করে সমাজের বিত্তবানদের তাদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়ানোর আহবান জানিয়েছেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।
রোববার ( ৭ এপ্রিল) খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে মাটিরাঙ্গা থানায় দুস্থ ও অসহায়দের মাঝে ঈদের উপহার বিতরণকালে পুলিশ সুপার এ কথা বলেন।
তিনি বলেন, দুস্থ ও অসহায় মানুষদের অবহেলা করে দূরে ঠেলে না দিয়ে তাদেরকে ভালোবাসা, অনুপ্রেরণা ও সহায়তা করতে হবে। এতে তাদের হতাশাগ্রস্ত জীবনে আশার প্রদীপ জ্বলবে।
এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ সালেহ, ট্রাফিক ইন্সপেক্টর মো. জয়নাল আবদীন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর ও গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মাটিরাঙ্গা থানার হলরুমে অসহায়, দুস্থ ো এতিমদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। ইফতারের পুর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত