মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ির গুইমারা অঞ্চলের স্থিতিশীলতা এবং শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড,গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমুলক কর্মসুচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৬ এপ্রিল (শনিবার) বিকেল বেলা সিন্দুকছড়ি সেনা জোনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৈকর্মা এবতেদায়ী মাদ্রাসা ও সিন্দুকছড়ি মাদ্রাসার ৬৫ জন শিক্ষার্থীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ক্যাপ্টেন মোহাম্মদ মাহাবুবুল বারী ।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আরো ভালো ভাবে লেখাপড়া করতে হবে এবং শিক্ষক দের বলেন শিক্ষার্থীদের ভালো ভাবে পাঠদানের পাশাপাশি তাদেরকে সচেতন করে তোলতে হবে। ইফতার সামগ্রী বিতরণের পর উপস্থিত সকলকে ঈদ-উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি বলেন,আর্তমানবতা ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং যে কোনো দূর্যোগ পরিস্থিতিতে সকলের জন্য সেনাবাহিনীর সাহাস্য ও প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। পাহাড়ের স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলা বাজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি সেনা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমুলক কর্মসুচি পরিচালনা করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় সকলের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং পার্বত্য চট্রগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন,সিন্দুকছড়ি জোনের সামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত