আলী আজীম, মোংলা (বাগেরহাট):
বিকল হয়ে ভেসে ভারতের জলসীমায় চলে যাওয়া বাংলাদেশী ফিশিং বোট "সাগর-২" এর ২৭ জেলেকে উদ্ধারের পর বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্য রেখায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান এর কাছে জেলেদেরকে হস্তান্তর করেন ভারতীয় কোস্টগার্ড। শুক্রবার (৫ এপ্রিল) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গত সোমবার (১ এপ্রিল) চট্টগ্রামের কুতুবদিয়া হতে "এফভি সাগর-২" নামক একটি ফিশিং বোট ২৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে ছেড়ে যায়। হঠাৎ বৃহস্পতিবার (৪ এপ্রিল) আনুমানিক দুপুর দেড় টায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। বিষয়টি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ "আইসিজিএস আমোঘ" এর নজরে আসলে তারা দ্রুত জেলেসহ বোটটিকে উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে জানান।
উদ্ধারের পর উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ওই ২৭জন জেলেদেরকে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা রেখায় বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ কামরুজ্জামানের কাছে হস্তান্তর করেন ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ।
এরপর শুক্রবার (৫ এপ্রিল) মোংলা ফেয়ারওয়ে বয়ার কাছে সকল জেলেদের বোটসহ মহাজনের কাছে হস্তান্তর করে কোস্ট গার্ড পশ্চিম জোন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত