মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলায় বসবাসরত তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের মাঝে জেলা পুলিশের উদ্যোগে ও রামগড় থানার সার্বিক সহযোগিতায় ঈদ উপহার সামগ্রী এবং ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) বিকেলে রামগড় থানা প্রাঙ্গনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
রামগড় থানার ওসি (তদন্ত) ফকরুল ইসলামের সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম, এএম বার)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মো. নাজিম উদ্দিন, রামগড় বন্দর ইনচার্জ ওসি মোঃমনির হোসেন প্রমুখ।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ঈদ আনন্দ থেকে কোন মানুষই যেনো বাদ না পড়ে সে চিন্তা করেই আমাদের আজকের এ আয়োজন। অনুষ্ঠানে সবার সুস্থতা কামনা করছি।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা -উপজেলার পুলিশের পদস্থ কর্মকর্তা, পুলিশ সদস্য বৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত