আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলায় ১৬ ঘণ্টার ব্যবধানে সোনালী ও কৃষি ব্যাংকে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা,ভাংচুর, টাকা লুট ও ব্যাংক কর্মকর্তা অপহরণের ঘটনায় পাহাড়ের ব্যাংক পাড়ায় আতংক বিরাজ করছে। ফলে ঈদে ব্যাংকে আগত গ্রাহকদের নিরাপত্তাসহ ব্যাংকের আমানত রক্ষায় বৃহস্পতিবার সকাল থেকে ব্যাংকে পুলিশ মোতায়েনসহ ব্যাংকের নিজস্ব নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত ২ এপ্রিল সন্ধ্যা রাতে বান্দরবান জেলার দুর্গম রুমা উপজেলায় সোনালী ব্যাংক পিএলসিতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাংক ভাংচুরসহ পুলিশ ও আনসার সদস্যের অস্ত্র লুট করে ব্যাংক ম্যানাজার কে অপহরণ করে। এ ঘটনার রেশ কাটতে না কাটতে ১৬ ঘণ্টার ব্যবধানে জেলার পর্যটন খ্যাত থানচি উপজেলায় গত বুধবার সকালে প্রকাশ্যে সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুট করে ওই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএমএফ! পর পর দুইটি দুধুর্ষ ঘটনায় পাহাড়ে ব্যাংক পাড়াসহ সবর্ত্র আতংক নেমে আসে। যার ফলে গত বুধবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জেলা সদরের সকল ব্যাংক ম্যানাজার ও উর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের উপস্থিতিতে বৈঠক করেন। বৈঠকে ব্যাংকের নিরাপত্তায় ব্যাংক কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তার পাশাপাশি পুলিশ মোতায়েন সিদ্ধান্ত গৃহীত হয়।
যার ফলে বৃহস্পতিবার সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদরসহ ৯ উপজেলার সকল রাষ্ট্রয়ত্ব ব্যাংকে পুলিশ মোতায়েন করা হয়েছে। মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার মুক্তা ধরের নির্দেশক্রমে বুধবার রাত থেকেই উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকসহ এজেন্ট ব্যাংকে নিরাপত্তা জোরদারে পুলিশ ও ব্যাংকের নিজস্ব নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যাংক কর্মকর্তাদের সাথে নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত