• বুধবার, ২৫ জুন ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
খাগড়াছড়িতে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে; গুরুতর আহত ৯ গোয়ালন্দে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মহেশখালীতে দিনব্যাপী কাব কার্ণিভাল অনুষ্ঠিত কাপ্তাই বিএনপির সভাপতি লোকমান আহমেদ পেলেন মাদার তেরেসা সম্মাননা স্মারক – ২০২৪ মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা মাটিরাঙ্গায় ব্যবসায়ীর গুদামে মিলল ১৮ মে. টন খাদ্যশষ্য: এক লাখ টাকা জরিমানা কোস্টগার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক আনন্দ মুখর পরিবেশে কাপ্তাইয়ে কাব কার্ণিভাল অনুষ্ঠানের উদ্বোধন: অংশ নেন ১৮০ জন শিশু খাগড়াছড়িতে ১১তম ট্রেইনি কনস্টেবল -২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বেলকুচি পৌর ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণের শুভ উদ্বোধন ঝড় বৃষ্টি নেই, তবুও বিদ্যুৎতের ভেলকিবাজি: কাপ্তাইয়ে লোডশেডিং এ অতিষ্ঠ গ্রাহক কাপ্তাইয়ে সিসিএইচপির প্রকল্প কার্যক্রম সমাপনী সভা ও হুইল চেয়ার বিতরণ

মানিকছড়িতে ব্যাংক নিরাপত্তায় পুলিশ মোতায়েন

আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ২২৯ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলায় ১৬ ঘণ্টার ব্যবধানে সোনালী ও কৃষি ব্যাংকে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা,ভাংচুর, টাকা লুট ও ব্যাংক কর্মকর্তা অপহরণের ঘটনায় পাহাড়ের ব্যাংক পাড়ায় আতংক বিরাজ করছে। ফলে ঈদে ব্যাংকে আগত গ্রাহকদের নিরাপত্তাসহ ব্যাংকের আমানত রক্ষায় বৃহস্পতিবার সকাল থেকে ব্যাংকে পুলিশ মোতায়েনসহ ব্যাংকের নিজস্ব নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত ২ এপ্রিল সন্ধ্যা রাতে বান্দরবান জেলার দুর্গম রুমা উপজেলায় সোনালী ব্যাংক পিএলসিতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাংক ভাংচুরসহ পুলিশ ও আনসার সদস্যের অস্ত্র লুট করে ব্যাংক ম্যানাজার কে অপহরণ করে। এ ঘটনার রেশ কাটতে না কাটতে ১৬ ঘণ্টার ব্যবধানে জেলার পর্যটন খ্যাত থানচি উপজেলায় গত বুধবার সকালে প্রকাশ্যে সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুট করে ওই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএমএফ! পর পর দুইটি দুধুর্ষ ঘটনায় পাহাড়ে ব্যাংক পাড়াসহ সবর্ত্র আতংক নেমে আসে। যার ফলে গত বুধবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জেলা সদরের সকল ব্যাংক ম্যানাজার ও উর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের উপস্থিতিতে বৈঠক করেন। বৈঠকে ব্যাংকের নিরাপত্তায় ব্যাংক কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তার পাশাপাশি পুলিশ মোতায়েন সিদ্ধান্ত গৃহীত হয়।

যার ফলে বৃহস্পতিবার সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদরসহ ৯ উপজেলার সকল রাষ্ট্রয়ত্ব ব্যাংকে পুলিশ মোতায়েন করা হয়েছে। মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার মুক্তা ধরের নির্দেশক্রমে বুধবার রাত থেকেই উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকসহ এজেন্ট ব্যাংকে নিরাপত্তা জোরদারে পুলিশ ও ব্যাংকের নিজস্ব নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যাংক কর্মকর্তাদের সাথে নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ