মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটে কর্মরত বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান সজল হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন লামা বন বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৩ এপ্রিল) বিকেলে লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল এর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহি, ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা একেএম রেজাউল ইসলাস, তৈন রেঞ্জ কর্মকর্তা জুলফিকার আলী, মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ নাঈমুল ইসলাম ও সাংগু রেঞ্জ কর্মকর্তা নুর হোসেন চৌধুরী সহ সকল কর্মকর্তা কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বিভাগীয় বন কর্মকর্তা বলেন, বন বিভাগের কর্মীরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। এতে প্রায়ই হামলার শিকার হতে হয়। সাজ্জাদুজ্জামান তাঁর দায়িত্ব পালনকালে পরিকল্পিতভাবে হত্যাকান্ডের শিকার হয়েছেন। ডাম্পার দিয়ে নির্মমভাবে চাপা দিয়ে তাঁকে খুন করা হয়েছে। এমনভাবে যাতে আর কাউকে প্রাণ হারাতে না হয়, এ জন্য আইনের আওতায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এর আগে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে বন রক্ষায় অভিযান চালাতে গিয়ে মাটি পাচারকারীদের ডাম্পারের চাপায় খুন হন সাজ্জাদুজ্জামান। এ ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত