এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
দৈনিক পার্বত্য কন্ঠে সংবাদ প্রকাশের পর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাবলাখালী শান্তিপুর উচ্চবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের কাজ শুরু হয়েছে।
গত ২০ মার্চ দৈনিক পার্বত্য কন্ঠে “পাঁচ বছরেও শেষ হয়নি একাডেমিক ভবনের কাজ; ব্যহত পাঠদান” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে বন্ধ থাকা একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান “ইউটি মং কন্সটাকশন”।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মাণাধীন ২০১৯-২০ অর্থ বছরের পাবলাখালী শান্তিপুর উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান “ইউটি মং কন্সটাকশন” পায়। ২ বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতি ও গাফিলতির কারণে দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারেনি।
পাবলাখালী শান্তিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সজিত বরণ বড়ুয়া জানায়, প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে আসন সংকটে পাঠদান দিতে হিমশিম খাচ্ছি আমরা। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করলেও আজ হবে, কাল হবে বলে এখনো কোনো সুফল পাইনি আমরা। সম্প্রতি দৈনিক পার্বত্য কন্ঠে সংবাদ প্রকাশের পর একাডেমিক ভবনের কাজ শুরু করেছে ঠিকাদারি কর্তৃপক্ষ।