আলী আজীম, মোংলা (বাগেরহাট):
মোংলা উপজেলায় প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৫তম বিসিএস ক্যাডারের নিশাত তামান্না।
রোববার (১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-২ শাখার খুলনা বিভাগীয় সিনিয়র সহকারী কমিশনার ভুপালী সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ জারি করা হয়।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের আগে নিশাত তামান্না বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার দায়িত্ব পালন করেছেন।
তিনি পিরোজপুর থেকে ২০০৯ সালে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরে তিনি বরগুনা জেলার বেতাগী, তালতলী ও সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মজীবন শুরু করেন।
উল্লেখ্য, গত রোববার ( ১ এপ্রিল) খুলনা বিভাগীয় সিনিয়র সহকারী কমিশনার ভুপালী সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল কে ঝিকরগাছার যশোর উপজেলায় বদলি ও বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নিশাত তামান্নাকে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত