মিন্টু কান্তি নাথ রাজস্থলী রাঙ্গামাটি
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাজার শ্রী শ্রী হরি মন্দিরে শ্রী শ্রী কৃষ্ণের দোল পঞ্চমী উপলক্ষে ৪০তম ধর্মীয় মহাসম্মেলন, বিশ্বশান্তি শ্রী গীতা ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযঞ্জ উপলক্ষে এক আলোচনা সভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।২৯ শে মার্চ শুক্রবার সন্ধ্যায় আয়োজিত ধর্মসভা সভায় সভাপতিত্ব করেন শম্ভ নাথ বণিক।
শুভ উদ্বোধক ছিলেন বাবুল কান্তি শম্মা।প্রধান ধর্মীয় আলোচক ছিলেন স্বতম্ভ্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, সন্ধ্যা লগ্নে অধিবাস কীর্ত্তন পৌরহিত্যে করেন বাঙ্গালহালিয়া রাধা মদন গোপাল গিড়িধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ শ্রী মাধব গৌর দাস বাবাজি।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অংসাইনু মারমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশিষ ভৌমিক, ইউপি সদস্য উদয় কুমার তংচঞ্চ্যা, রাখাল চন্দ্র দাস, প্রদীপ সেন, মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ দাস, রতন দে,মিঠুল চন্দ্র দে, ধনপতি দে, রাখাল কর্মকার, সুভাষ ধর, অমল সাধুর সহধর্মিণী কৃষ্ণা শুক্লা দাস,দিপক চৌধুরী,ধনরাম কর্মকার, শিমুল দাশ, ঝন্টু পাল,রানাধর প্রমুখ। আলোচনা শেষে গীতা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেস এবং পুরস্কার বিতরণ করা হয়। রাতে অন্নপ্রসাদ বিতরণ করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত