আলমগীর হোসেন,লংগদু(রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলার দুঃস্থ অসহায় মানুষদের চিকিৎসা,শিক্ষা,বাসস্থান ও আর্থিক অবস্থার কথা চিন্তা করে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, পড়া-লেখা চালিয়ে নিতে বই ও নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে লংগদু জোনে দুঃস্থ অসহায় এক মায়ের ঘর নির্মাণের জন্য তিন বান ঢেউটিন এবং অসুস্থ দুজনকে চিকিৎসা বাবদ নগদ অর্থ ও বইয়ের জন্য পড়া লেখা করতে পারছেনা এমন একজন পাহাড়ী শিক্ষার্থীকে বই হাতে তুলে দেন লংগদু জোনের জোন অধিনায় লে. কর্নেল হিমেল মিয়া (পিএসসি) । এছাড়াও কর্মসংস্থানের জন্য দুজন অসহায় গৃহবধূর হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আইনশৃঙ্খলার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, খাদ্য,, বাসস্থান এসব বিষয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী।
ভুক্তভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এমন মহান মানবিক কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত