প্রতিবছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসএসসি ৯২ গ্রæপের মাটিরাঙ্গার বন্ধুদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রোববার ১৩ রমজান (২৪ মার্চ) খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের কৃষ্ণচুড়া তলায় ইফতার পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক মো. খাদেমুল ইসলাম।
আলোচনা সভায় খাগাড়ছড়ির মানিবক বন্ধু মো. দিদারুল আলম দিদার, এসএসসি ৯২ গ্রæপের মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক মুজিবুর রহমান ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক মো. আব্দুল মালেক, খাগাড়ছড়ি সদর উপজেলা সমন্বয়ক মো. মনিরুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভা সমন্বয়ক প্রীতিবালা ত্রিপুরা, গুইমারার বন্ধু হরিপদ্ম ত্রিপুরা, গুইমারার বন্ধু শিরিন বালা ত্রিপুরা, মাটিরাঙ্গার বন্ধু মো. ইউনুছ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বন্ধুদের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধির তাগিদ দিয়ে বক্তারা বলেন, এসএসসি ৯২ গ্রæপকে একটি পরিবারে পরিনত করার মাধ্যমে বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে। জাতি, ধর্ম, বর্ণের উর্ধ্বে উঠে বন্ধুদের বিপদ-আপদে নি:স্বার্থভাবে পাশে দাঁড়াতে হবে। এসময় বক্তারা খুব দ্রæত সময়ের মধ্যে খাগাড়ছড়িতে বড় পরিসরে বন্ধু উৎসব আয়োজনের পক্ষে মতামত তুলে ধরেন।
ইফতার মাহফিলে প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত, অসুস্থ বন্ধুদের সুস্থতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গার বন্ধু মো. আব্দুস সালাম।
দোয়া ও ইফতার মাহফিলকে ঘিরে বিকাল ৪টা থেকেই বন্ধুরা জড়ো হতে থাকে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃষ্ণচুড়ার তলায়। দীর্ঘদিন পরে আবারো ফেলে আসা অতীতকে আলিঙ্গন করেন বন্ধুরা। খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে অংশ নেয়া এসএসসি ৯২ গ্রæপের বন্ধুদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় ইফতার মাহফিল ।