বিলাইছড়িতে করোনা থাবায় আরও এক মহিলার প্রাণ গেল। নাম-বেবী তালুকদার। বয়স ৫০ বছর।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮ টা ৩০ মিনিটে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্বামী- সুশীল চাকমা (কার্বারী)। ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কেরনছড়ি গ্রামের বাসিন্দা। এক স্বামী ও দুই পুত্র সন্তান রয়েছে।
বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা ও দায়িত্বরত নার্স মুক্তি বড়ুয়া এসব তথ্য জানান। উপজেলায় এ যাবৎ করোনা থাবায় ২ জনের প্রাণ কেড়ে নিল।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২২ জুলাই) ১নং সদর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ১২২নং কুতুবদিয়া মৌজার বাসিন্দা মহেন্দ্র তঞ্চঙ্গ্যা (৭০)কে আশঙ্কাজনক ভাবে উপজেলা সদর হাসপাতালে তাকে আনা হয়। করোনার সন্দেহ হওয়ায় তাকে করোনা এন্টিজেন টেস্ট করা হলে শরীরে করোনা পজিটিভ আসে। হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হলে পর্যায়ক্রমে তার শরীর অবনতি হয়। যার ফলে চিকিৎসা অবস্থায় ভোর ৫ টার দিকে তিনি মারা যান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত