• শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে সেনা জোন লংগদুতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত লংগদুতে ইউপি সদস্য রূপচান,র, পদ ত্যাগের দাবিতে মানববন্ধন

পাংশায় মাদকসহ একাধিক মামলার ৬ আসামি গ্রেপ্তার

সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি।। / ১০৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

 

সাইফুর রহমান পারভেজ,রাজবাড়ী প্রতিনিধি।।

রাহবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২৫ পিচ ট্যাপেন্টাডল উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী, ০১ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী, ০২ জন নিয়মিত মামলা আসামী, ০১ জন অন্যান্য মামলারসহ সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ২৪শে মার্চ দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাছপাড়া ইউনিয়নের ডনমোড় বাজারস্থ জনৈক বিপুল মিয়া এর মৌ হার্ডওয়্যার দোকানের সামনের ফাঁকা জায়গায় হইতে মাদক ব্যবসায়ী ১। মোমিন মৃধা @ মেজর (৩৬),কে ১১০পিছ ইয়াবা  ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। যার মুল্য আনুমানিক ৩৩ হাজার টাকা।  সে  বাহাদুরপুর ইউনিয়নের  রামকোল গ্রামের খয়বর মৃধার ছেলে।
এছাড়াও  পাংশা থানাধীন বাবুপুড়া ইউনিয়নের ভুরকুলিয়া সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ২। মুকুল বিশ্বাস (৪৫), কে ২৫ পিছ টাপেন্টাল ট্যাবলেট সহ আটক করে পুলিশ।  যার মুল্য আনুমানিক সাড়ে ৭ হাজার টাকা।  সে রুপিয়াট গ্রামের আলীমুদ্দিন বিশ্বাস এর ছেলে।

তাছাড়াও সড়িষা বাড়ী ইউনিয়নের আঃ কালাম মন্ডলের ছেলে পরোয়ানাভুক্ত আসামী ৩। মোঃ জাহাঙ্গীর জাহান ৥ বনি (২৩),মাদুলিয়া গ্রামের কোবেদ আলি মন্ডলের ছেলে নিয়মিত মামলার আসামী ৪। আলমগীর মন্ডল (৫৫),একই গ্রামের মোঃ আলমগীর মন্ডলের ছেলে নিয়মিত মামলা আসামি ৫। নিরব মন্ডল(২১), ও নিমতলা মোড় হইতে রেজাউল করিম এর ছেলে ১৫১ ধারার আসামী  ৬। রাকিব প্রামানিক(২০), কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ