প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৮:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৪, ৯:১৭ পি.এম
রামগড় স্থলবন্দর চালু হওয়ার পর বাণিজ্যের নতুন মার্তা যোগ করবে: বিজিবির মহাপরিচালক
খাগড়াছড়ির রামগড় আন্তর্জাতিক পেসেঞ্জার টার্মিনালে বিজিবির ইমিগ্রেশন চেকপোস্ট আইসিপি পরিদর্শন কালে বিজিবি সহা পরিচালক বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দেশের সিমান্ত সুরক্ষায় বিজিবির প্রত্যেক সদস্য অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে আসছে। পার্বত্যাঞ্চলে সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় খাগড়াছড়ির রামগড় আন্তর্জাতিক পেসেঞ্জার টার্মিনালে বিজিবির ইমিগ্রেশন চেকপোস্ট আইসিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে এসব কথা বলেন বিজিবি মহা পরিচালক। আরো বলেন, আইপিটি ও আইসিপি চালু হওয়ার পর পার্বত্য জনপদের অর্থনৈতিক ধারা অনেক বিস্তৃত হবে। বাংলাদেশ ভারত দুই দেশের অর্থনীতিতে আরো গতিশীলতা আসবে। পার্বত্য অঞ্চলকে করবে সমৃদ্ধ।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিজিবি মহা পরিচালক বলেন, রামগড় সিমান্ত অংশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রামগড় স্থলবন্দর চালু হওয়ার পর বাণিজ্যের নতুন মার্তা যোগ করবে। আইসিপি পরিদর্শন শেষে বিজিবি মহা পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বাংলাদেশ ভারত মৈত্রী সেতু পরিদর্শন করেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে স্থলবন্দর সংশ্লিষ্ট বিজিবির ব্রিফিং শুনেন।
এসময় বিজিবির অতিরিক্ত মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ পূর্ব রিজিওন কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান, গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল এস এম আবুল এহসান, রামগড় জোন অধিনায়ক লে: কর্নেল সৈয়দ ইমাম হোসেনসহ বিজিবির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
এরপর বিজিবি মহা পরিচালক রামগড় সিমান্তবর্তী এলাকায় বিজিবির সূতিকাগারে স্মৃতি বিজড়িত মনোমেন্ট পরিদর্শন করেন এবং রামগড় রাইফেলস এর অভিবাদন গ্রহণ করেন এবং মুক্তি যুদ্ধে শহীদ বিজিবি সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে বিজিবি মহা পরিচালক রামগড় বিজিবি জোনের পক্ষ থেকে এলাকার দুস্থ অসহায় দইশত পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত