মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথখামার রোডের ওঁকারেশ্বর মঠ ও মিশনের চতুর্থ তম শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযঞ্জ,ধর্ম মহাসম্মেলন ও শ্রীমৎ ভগবত গীতাপাঠ এবং এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালিটি ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের গেটের সামনে থেকে বাঙ্গালহালিয়া বাজার প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ হয়।
দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে গত ২১শে মার্চ বৃহস্পতিবার সকালে শ্রীমৎ ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা,মাতৃ পূজা ও মাতৃ বন্দনা।২২শে মার্চ শ্রী শ্রী চন্ডিপাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয়।বিশ্বশান্তি গীতাযঞ্জে অনুষ্ঠানে বিভিন্ন মঠ ও মিশনের মহাত্মা মহারাজগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শুভ উদ্বোধক ছিলেন বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ।তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়েন চেয়ারম্যান আদোমং মারমা,ইউপি সদস্য-সদস্যা,এসময় আরো উপস্থিত ছিলেন মানিছড়ি জ্যোগীশিস উপদেষ্টা ডাঃ দিপেন কর্মকার,মিরসরাই জ্যোগীশিস সভাপতি বাবু শংকর শর্মা, রিপন দাশ জ্যোগীশিস,জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ওঁকারেশ্বর মঠ ও মিশন অধ্যক্ষ শ্রীমৎ বিদেহানন্দ মহারাজ এবং বিভিন্ন জায়গা হতে আসা সাধু সন্ন্যাসী,হাজারও ভক্তবৃন্দ,গণমাধ্যমকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাঙ্গালহালিয়ার প্রশাসন ও সনাতনী সমাজের ভক্তবৃন্দরা,ধর্মীয় অনুষ্ঠানের প্রায় ২হাজারের অধিক বিভিন্ন এলাকায় সনাতন সম্প্রদায়ের ভক্তের সমাগম ঘটে