কাপ্তাইয়ে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য মাইকিং এবং সড়ক প্রচার করেছে কাপ্তাই তথ্য অফিস। উপজেলার নতুন বাজার, ঢাকাইয়া কলোণী, কাপ্তাই জেটি ঘাট বাজার, পানি বিদ্যুৎ গেইট, লক গেইট, চিৎমরম ঘাট, শিলছড়ি পাড়া, শিলছড়ি বাজার, কাপ্তাই থানা মোড়, বড়ইছড়ি বাজার, নোয়াপাড়া, মুরালী পাড়া, সাপছড়ি বাজার, সাক্রাছড়ি এলাকাসহ জনবহুল স্থানে এই প্রচার চালানো হয় বলে জানান কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন। তিনি জানান, এখন বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টি পাত হচ্ছে। কাপ্তাইয়ের অনেক জায়গায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে বহু পরিবার। তাই এদেরকে নিরাপদ স্থানে আসতে রাঙামাটি জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক তথ্য অফিসের এই প্রচারনা।