রাঙামাটির রাজস্থলী থানা পুলিশের অভিযানে আমদানি শুল্ককর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ২৯ বস্তা ভারতীয় চিনিসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজারে বেইলি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়।
এসপি অফিস জানায়, সোমবার আমদানি শুল্ককর ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি আসছে- মর্মে গোপন সংবাদ পায় পুলিশ। এই তথ্যের ভিত্তিতে রাজস্থলী থানা পুলিশের একটি টিম ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের রাজস্থলী বাজার বেইলি ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে আমদানি শুল্ককর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ২৯ বস্তা ভারতীয় চিনিসহ তিন জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জয়ন্ত তঞ্চঙ্গা, অমর বাবু চাকমা ও লক্ষ্নীজয় তঞ্চঙ্গা। তারা তিন জনই রাঙামাটির বিলাইছড়ি উপজেলার আমকাটাছড়া গ্রামের বাসিন্দা।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত