প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৪, ৩:২৩ পি.এম
লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে হত-দরিদ্র ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা মেডিকেল টিম নিয়ে দুর্গম বার্মাছড়ি এলাকায় সকল সম্প্রদায়ের দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে দিনব্যপী এ চিকিৎসা সেবা প্রদান করেন। এতে বিভিন্ন রোগে আক্রান্ত ৩৬৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আল-আমীন সিদ্দিকী রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় লক্ষীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহান সহ পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সেনা কর্মকর্তারা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত